মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি// গত কাল শুক্রবার বিকাল ৩,৩০ টার সময় বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের উত্তর শৈলমারী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর্যন্ত করুণা মহামারী এবং বৈশ্বিক বিপর্যয়ের কারণে এলাকায় অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান বন্ধ ছিলো। বর্তমানে পরিস্থিতি কিছুটা ভালো থাকায় এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইচের নৌকা ও মাঝিরা তাদের নৌকা নিয়ে অংশ গ্রহণ করে। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন,সাবেক সচিব এল জি আর ডি মন্ত্রনালয় ড. প্রশান্ত কুমার রায়,বিশিষ্ট্য শিল্পপতি ও সমাজ সেবক প্রফুল্ল কুমার রায়,আওয়ামীলীগ খুলনা জেলা শাখার সদস্য আজগর আলী বিশ্বাস তারা,আ’লীগের ১নং জলমা ইউনিয়ন শাখার সভাপতি নারায়ণ সরকার,আ’লীগের ১নং জলমা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মিজানুর রহমান (বাবু), আ’লীগের ১নং জলমা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার সভাপতি নিত্যানন্দ বৈরাগী,ছাত্রলীগ ১নং জলমা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম রিংকু,আওয়ামী যুবলীগের ২নং শাখার সভাপতি মোঃ আজহারুল ইসলাম,সমাজ সেবক ও প্রগতি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুরঞ্জন সুতার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আ’লীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,আ’লীগের ২নং ওয়ার্ড শাখার সিঃ সহ-সভাপতি হরিচাঁদ ঢাকইদার।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হলেন মোঃ আজগর আলী বিশ্বাস(তারার নৌকা রত্ন তরী)।২য় স্থান বিজয়ী হন সুরঞ্জন সুতারের নৌকা স্বপ্ন তরী। ৩য় স্থান বিজয়ী হন সুজিত কুমার রায়ের নৌকা,কপোতাক্ষ পঙ্খীরাজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দিনদিন শৈলমারী নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আজ বিলুপ্তির পথে প্রায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।