খুলনার খবর // গায়ক আকবর আর নেই। গত রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪।
আকবরের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তার মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন তার পরিবার।আজ সোমবার (১৪ নভেম্বর) বাদজোহর দ্বিতীয় জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, অথৈ-এর আব্বুর (আকবর) জানাজা হবে বাদজোহর। তারপর যশোর কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে। অথৈ-এর আব্বু যদি মনের অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই ওকে ক্ষমা করে দিবেন। সবাই ওর জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর।
কিছুদিন আগেই রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর গত ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সপ্তাহখানেক চিকিৎসা পেলেও ডাক্তারদের সব চেষ্টাকে বৃথা করে পরপারে পাড়ি জমান আকবর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।