মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসেসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরন করেছে উপজেলা শিক্ষা অফিস।
সোমবার ১৪ নভেম্বর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মন, লোহাগড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ হান্নান বিশ্বাস, সম্পাদক শাহ্ আলমগীর,লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে পিইডিপি এর অর্থায়নে ১১ জন কোমলমতি প্রতিবন্ধী ছাত্রদের মাঝে ১০ টি হুইল চেয়ারে ও একটি ক্রাচ প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।