বাগেরহাট প্রতিনিধি // আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে ২২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১২৩ রোগী শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বাগেরহাট ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতালে সাত রোগীসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী, গৃহিণীসহ নানা পেশার মানুষ রয়েছেন।
বাগেরহাট জেলার ২৫০ শয্যা রাজিয়া নাসের হাসপাতালের সহকারী পরিচালক ডা.মোঃ হুসাইন সাফায়াত বলেন, বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা আগের চেয়ে অনেকটা ভালো। আক্রান্তদের মধ্যে অনেকে ঢাকা থেকে এসেছেন। কেউ কেউ আবার স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে ঘরবাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।