মেহেরপুর প্রতিনিধি // মেহেরপুর সরকারি কলেজ মাঠে চলছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা ।গতকাল শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করা হয়। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে ইজতেমা মাঠে।আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইস্তেমা শেষ হবে।
মেহেরপুর সরকারি কলেজ মাঠে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা প্রাঙ্গণে প্রায় ২০ হাজার মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন।
মেহেরপুরের স্মরণকালের সর্ববৃহৎ এই জুমার নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইজতেমা মাঠ জুরে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
ইজতেমা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক প্রহরায় দেখা গেছে। নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ইজতেমা মাঠসহ আশপাশের এলাকা।
ইজতেমায় আসা মুসল্লিরা পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আসকার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা উলামায়ে কেরামরা ইজতেমার মঞ্চে বয়ান করছেন। প্রতি ওয়াক্ত নামাজে হাজার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন।
এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।