মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি// নাচে-গানে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নড়াইলে নবান্ন উৎসব পালন করা হয়। শনিবার সকালে নড়াইল পৌরসভার ধোপাখোলা গ্রামে নন্দন কানন সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গল প্রদীপ প্রজ্জলন আর ঢাকের তালে নৃত্যের মাধ্যমে নবান্ন উৎসবকে বরণ করে নেওয়া হয়। সকাল ৯টায় পিঠা ও নবান্ন উৎসবে সুশীল সমাজের নেতৃস্থানীয়রা অংশ নেন। তাদেরকে ২০ রকমের পিঠা পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিস্ট লেখক সুভাস কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মায়া রানী বিশ্বাস।
বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সম্মিলিত সাংস্কুতি জোটের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শরফুল আলম লিটু,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু,শিক্ষক ধ্রুব কুমার ধাম,প্রশান্ত কুমার প্রমুখ।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান। পরে খুলনা বেতারের বিশিস্ট সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার গুরুপদ গুপ্তের একক সঙ্গাত সন্ধ্যা। কয়েক হাজার দর্শক স্রোতা অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে গুরুপদ গুপ্তের গান উপভোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।