পরেশ দেবনাথ,কেশবপুর,যশাের // কেশবপুর শহরের ব্রহ্মকাটি এলাকায় চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ১০ টি পরিবার।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের পর শহরের ব্রহ্মকাটি এলাকায় এ ঘটনা ঘটে। চলাচলের বিকল্প রাস্তা না থাকায় জমির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে অবরুদ্ধ ১০ পরিবারের সদস্যদের।
ভূক্তভাগী সাধন দেবনাথ জানান,দিপক হালদার তার সামনের পজিশন জমির পাশ উল্লেখ করে রাস্তার জায়গা রেখে ৭ শতক জমি কার্তিক দেবনাথের নিকট বিক্রি করে দেন। দীর্ঘ ২৩ বছর ধরে ওই রাস্তা দিয়ে ১০ টি পরিবারের সদস্যরা যাতায়াত করছে। সম্প্রতি ওই রাস্তায় ইট বসানা নিয়ে বিরােধ সৃষ্টি হয়। ৭ শতক জমি ক্রয় করে বর্তমান রাস্তাসহ সাড়ে ৭ শতক জমি দাবি করছে কার্তিক দেবনাথ।এ কারন জমির প্রকৃত মালিক দিপক হালদার গত শুক্রবার স্থানীয় আমিন দিয়ে মেপে রাস্তার জমি বের করে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলর আব্দুল হালিমের ইন্ধনেে কার্তিক দেবনাথ একদল ব্যক্তিদের নিয়ে জােরপূর্বক যাতায়াতের ওই রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় সাধন দেবনাথসহ ১০ পরিবারের চলাচলর রাস্তা।
তিনি আরাে জানান, বেড়া দেয়ার কারণ জানতে চাইলে কার্তিক দেবনাথ ও তার ছেলে উজ্জ্বল দেবনাথ লাঠিসােটা নিয়ে তাদেরকে তাড়া করে।
ভুক্তভােগী সাধন দেবনাথ জানান, রতন দেবনাথ,শ্যামল দেবনাথ,অমল দেবনাথ,সুজল দেবনাথ,বাসু দেবনাথ, দেবব্রত বিশ্বাস,সুকুমার দেবনাথসহ ১০ পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় খুবই সমস্যায় পড়েছি।অবরুদ্ধ এইচ এস সি পরীক্ষার্থী রবি দেবনাথ বলেন, রাস্তা বন্ধ হওয়ায় লেখাপড়া বন্ধ হয়ে পড়েছে। ঠিকমত লেখাপড়া করতে না পারায় পরীক্ষা ভালো হবে কিনা সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি।
অভিযুক্ত কার্তিক দেবনাথ বলেন,ওই জমিতে তারা চলাচল করলেও জায়গাটি আমাদের।আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।
কাউন্সিলর আব্দুল হালিম বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে সমাধানের চষ্টা করা হয়েছে। এক পক্ষ মানেনি। কার্তিক তার জমি দখল করে বেড়া দিয়েছে শুনছি। দখলের ঘটনার সাথে আমার কােন সম্পৃক্ততা নেই ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।