পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর উপজেলার ৪২ জন রোগাক্রান্ত ও অসহায় ব্যক্তি পেলেন আর্থিক সহায়তা। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন তাঁর সভাকক্ষে ওই অসহায় ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিসহ অসহায় মানুষেরা তার দপ্তরে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। এসব আবেদন যাচাই-বাছাই করে ৪২ জনকে প্রায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।