সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি// গতকাল ২১ নভেম্বর ~২০২২ সোমবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলায় সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ)ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তেরখাদা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি।বিশেষ অতিথি ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন ।
সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান,মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ মহসিন,সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম,তেরখাদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) পুর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, ব্রাকের প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ এবং লিপি বিশ্বাস, সহকারী শিক্ষক সম্পা সাহা,ইউপি মেম্বার নাসিমা কবির ।
সভায় উপজেলা থেকে বাল্যবিবাহ দূর করে তেরখাদাকে একটি বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে রূপান্তরিত করতে ব্যাপক আলোচনা করা হয় ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।