মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। জ্বরের সাথে অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা নীরিক্ষার পর তাদেরকে ভর্তি করা হয়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রোগীর পরিবার সূত্রে জানা যায়, চাচই গ্রামের তবিবর শিকদার( ৮০) নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করা হয়। এখন পর্যন্ত পুরুষ রোগী ৪ জন ও মহিলা রোগী ২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও উপজেলার মাউলি ইউনিয়নের কাঠাদুরা গ্রামের ইমলাক শেখ (২৭), কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের সোহাগ মোল্লা (১৮), পৌর এলাকার মাইট কুমড়া গ্রামের জিন্দার আলী(১৪), চর কোটাখোল গ্রামের নাসরিন বেগম (৪৫), চর বকজুড়ি গ্রামের রেখা বেগম (৩৬) চিকিৎসা নিচ্ছেন। বেশিরভাগ রুগী আক্রান্ত হয়েছেন নিজ নিজ এলাকা থেকে। যার ফলে এলাকাবাসীও আতংকিত হয়ে পড়েছে। সোমবার ২১ নভেম্বর পর্যন্ত মোট ৩৫ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর Usfpo ডা.এস এম মাসুদ জানান,প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।যে সব রোগীদের রক্তের প্লাটিলেটস কমে গিয়েছে তাদেরকে রক্ত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।অবস্থার অবনতি হলে আমরা সদর হাসপাতালে রেফার্ড করছি। আমাদের পক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বত্তক চিকিৎসা দিয়ে চলেছি। চলতি বছরে এ পর্যন্ত লোহাগড়া উপজেলায় প্রায় শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি আতংকিত না হয়ে সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন অবিভাবকদের।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।