খুলনার খবর // সৌদি আরবের কাছে হেরে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে উঠতে এখন নিজেদের পরের দুই ম্যাচের পাশাপাশি গ্রুপের বাকিদের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মেসি-ডি মারিয়াদের।
সেদিক থেকে লিওনেল স্কালোনির শিষ্যদের কিছুটা স্বস্তিই দিল মেক্সিকো ও পোল্যান্ড। কারণ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২২ নভেম্বর) মেক্সিকো-পোল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। এমন ফলাফলে আপাতত উৎফুল্ল আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মেসিদের সুযোগ আছে পরের দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়ার। কারণ পোলিশ এবং মেক্সিকানদের যদি কেউ জিততো তাহলে বিপদ বাড়াত আর্জেন্টিনার।
একই গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। ফলে গ্রুপের সব দল ১টি করে ম্যাচ শেষ করেছে। সৌদি আরব একমাত্র জয়ে শীর্ষে আছে। ১ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছে পোল্যান্ড এবং মেক্সিকো। আর পয়েন্টের খাতা খুলতে না পারা আর্জেন্টিনা আছে সবার নিচে।
নক আউট পর্ব নিশ্চিত করতে হলে পরের দুই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার পরের দুই ম্যাচে পোল্যান্ড এবং মেক্সিকোর সঙ্গে। যদি মেসিরা জয় পায় সেক্ষেত্রে কোনো অঙ্ক, যোগ-বিয়োগ ছাড়াই আর্জেন্টিনা শেষ ষোলোয় পৌঁছে যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।