মুহাম্মাদ ফরহাদ মোল্লা,খুলনা প্রতিনিধি // রূপসায় নিজ স্ত্রীকে মারপিট করার সময় প্রতিবেশী এক ব্যক্তি প্রতিবাদ করায় তাকে রড দিয়ে পিটিয়ে যখন করেছে বাবু মিনা(৩০) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রূপসার রামনগর গ্রামে জানু বেগমের ভাড়াটিয়া বাড়িতে।
ভুক্তভোগীর স্ত্রী আলেয়া বেগমের মাধ্যমে জানা যায়,গত ২২ নভেম্বর রাত সাড়ে ৮ টার সময় পার্শ্ববর্তী ফরিদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী নজু মিনার ছেলে বাবু মিনা(৩০) তার স্ত্রী মালেকা বেগম (২৫)কে মারপিট করছিল। এ সময় আলেয়া বেগমের স্বামী ফারুক ভান্ডারী(৫৫) তখন বাবু মিনাকে উদ্দেশ্য করে বলছিল নিজের বউকে কেউ এভাবে মারপিট করে? এভাবে মারলে সে মারা যেতে পারে। একথায় বকাটে বাবু মিনা ফারুক ভান্ডারীর উপর ক্ষিপ্ত হয়ে তার ঘরে ঢুকে রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে।তখন ফারুকের পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশীরা তাকে নিয়ে স্থানীয় রূপসা বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসে। এতে ফারুকের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে।মাথায় ৭টি সেলায় লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারুককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। বকাটে বাবু মিনা সম্পর্কে এলাকাবাসীর জানায়, সে প্রায়ই মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে। এলাকাবাসীর ধারনা সে মাদক সেবন করতে পারে। রূপসা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মৃধা বলেন, বাবু প্রায় মানুষের সঙ্গে গ্যাঞ্জাম- ফ্যাসাদ করে থাকে। কয়েক মাস আগে আমার স্ত্রীকে বাজারের ভেতরে সে মারপিট করেছিল। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে একটা মামলা করেছি। যা পিবিআই এর তদন্তধীন রয়েছে।
নৈহাটি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ভুক্তভোগী ফারুক ভান্ডারীর শ্যালকের স্ত্রী পারভিন বেগম বলেন,সামান্য ঘটনা কে কেন্দ্র করে আমার নন্দায় কে এভাবে মেরেছে যা খুবই দুঃখজনক। আমরা আইনের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করব। এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বাবু মিনা এই ঘটনার পর গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী ফারুক ভান্ডারীর স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে এভাবে মেরে জখম করেছে আমি এর বিচারের দাবি জানায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।