খুলনার খবর // পৃথিবীর যেখানে আছি সেখান থেকে খুঁজে বের করে হত্যা করবে বলে হুমকি প্রদান করেছে এক দুর্বৃত্ত।হত্যা হুমকির সেই অডিও ক্লিপটি এসেছে খুলনার খবরের কাছে।আর যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি হলেন,খুলনার খবরের সম্পাদকীয় সহকারি,বিশিষ্ট ব্যবসায়ী,ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব,সাংবাদিক কর্মী সরদার বাদশা মিয়া।
সাংবাদিক সরদার বাদশা জানান, হুমকি দাতা একজন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া নর্নিয়া গ্রামের মুনতাজ শেখের ছেলে মোঃ মফিজুল রহমান (৩৮)।সে গত ২২শে নভেম্বর বেলা ৩টা ৫০ মিনিটে মোবাইলের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়।যা সে আগেও কয়েকবার সরাসরি হত্যার চেস্টা করে।
তিনি আরো জানান,কিছুদিন আগেও হুমকিদাতা মফিজ আমার চুকনগর বাজারের বাদশা মটরস অফিসে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিল।ঐদিন অফিসের লোকজন থাকায় পরের দিন ডুমুরিয়া বাজার মাহিন্দ্র স্ট্যান্ড থেকে প্রকাশ্যে দিবালাকে আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল হত্যার উদ্দেশ্যে।তখনকার থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাটি জানতে পেরে থানা থেকে পুলিশ সদস্য পাঠিয়ে আমাকে উদ্ধার করে।যার তথ্য প্রমাণ ভিডিও এখনো অফিসে সংরক্ষিত আছে।তখন আমি আইনের আশ্রয় নিলে তথ্য প্রমাণ সাপেক্ষে তার নামে মামলা হয়।
এখন আবারও সে নতুন করে খুন জখমের হুমকি দিচ্ছে মোবাইল ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে।আমি এই বিষয়ে নিরাপত্তা চাই পুলিশ সুপার মাহবুব হাসান ও ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম মহোদয়দের কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন এই হুমকি ধামকি মধ্যে আল্লাহপাক যেন আমাকে দুনিয়াতে নিরাপত্তার সাথে বাঁচিয়ে রাখেন।আর আমার কোন দুর্ঘটনা ঘটে গেলে এই মফিজ দায়ি থাকবে।গতকাল এই মর্মে ডুমুরিয়া থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।