পরেশ দেবনাথ,কেশবপুর,যশার // কেশবপুর উপজলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের অসহায় কৃষক আব্দুল খালেকের লাগানাে ১২০ ঝাড় ফলজ শিম গাছ শত্রুতা করে কেটে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। গত ২২ নভেম্বর সকালে নির্জনে হিজেলডাঙ্গা-বাদুড়িয়া বিলের মধ্যে মঈনুলের মৎস্য ঘেরের ভেড়িতে রােপনকৃত ওই শিমগাছ কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এলাকাবাসী জানান,পার্শ্ববর্তী বাদুড়িয়া গ্রামের হবিবুর মােড়লের ছেলে শহিদুল ইসলাম শিম গাছের মালিক আব্দুল খালেকের একটি কােদাল চুরি করে নেয়। পরে ওই কােদাল দাবী করলে শহিদুল ইসলাম আব্দুল খালেককে মারপিট করে। এঘটনা এলাকাবাসীকে জানালে ওই শহিদুল শিম গাছ কেটে দেয় বলে আব্দুল খালেক জানান। ঘটনাস্থল পরিদর্শনকাল অভিযুক্ত শহিদুল জানায় আমি শিম গাছ কাটিনি। আমাদের জমি নিয়ে যাদের সাথে বিরােধ রয়েছে তারাই আমাকে দােষারােপ করতে একাজ করে থাকতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।