খুলনার খবর // কিশোর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পে কেবলই ছুটে চলেছেন। একের পর এক গড়ছেন নতুন সব কীর্তি। সে যাত্রায় এবার স্পর্শ করলেন কিংবদন্তি পেলেকে। উঠলেন নতুন আরেক চূড়ায়।দোহার স্টেডিয়াম ৯৭৪-এ গতকাল শনিবার (২৬ নভেম্বর) ‘ডি’ গ্রুপে ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের জয়ের নায়ক এমবাপ্পে।দলের ২-১ ব্যবধানে জয়ের পথে দুইটি গোলই করেন তিনি এবং গড়েন ভিন্ন দুইটি কীর্তি।
জুস্ত ফঁতেনের পর দেশের একমাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করলেন এমবাপ্পে, যা ৬০ বছরের মধ্যে এটিই প্রথম।১৯৫৮ বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন গ্রেট ফরোয়ার্ড ফঁতেন।তাতেই ছুঁয়ে ফেলেন পেলের একটি রেকর্ড। ২৪ বছর পূরণের আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি তার ৭ গোলের রেকর্ড।
রাশিয়া বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতে এমবাপ্পে করেছিলেন ৪ গোল। এবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন একটি। আর এবার ডেনমার্কের জালে বল পাঠালেন দুইবার। আসরে প্রথম দুই ম্যাচেই তিনি হলেন ম্যাচ সেরা। এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোয় ফ্রান্স।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।