সরদার বাদশা,স্টাফ রিপোর্টার // বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির কর্মরত সাংবাদিকদের সব সময় ন্যায়ের পক্ষে থেকে সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন সাবেক মন্ত্রী (ডুমুরিয়া-ফুলতলা খুলনা-৫) আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ (এমপি) গতকাল ২৬শে নভেম্বর রাত ৮টার সময় তার ডুমুরিয়ার নিজ বাসভবনে সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশ প্রেসক্লাবের ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান, এ সময়ে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ (এমপি) স্যার আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নের জন্য অনেক কার্যক্রম করে যাচ্ছে যা অতীতে কোন সরকার করেনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।তিনি বলেন প্রেসক্লাবের নব গঠিত কমিটির পাশে সব সময় থাকব,এবং সব ধরনের সহযোগিতা করব বলে আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলার শাখার পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের ডুমুরিয়া উপজেলার আহবায়ক আরিফুজ্জামান নয়ন,যুগ্ন আহবায়ক খান মহিদুল ইসলাম, সদস্য সচিব সর্দার বাদশা সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক বি,এম, ফিরোজ হোসেন,সংগঠনিক সদস্য জাহিদুল ইসলাম সোহেল,সদস্য শহিদুল ইসলাম,সদস্য গাজী সোহেল আহমেদ,সদস্য মোঃ জিয়ায়ুর রহমান সদস্য লাইলা খাতুন সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।