কয়রা উপজেলা প্রতিনিধি // খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কয়রা সেতুর টোল ঘরের নিচে সরকারী সম্পত্তিতে ঘর তৈরীর অভিযোগ করেছে স্থানীয়রা।স্থানীয়রা জানান এখানে সোমবার ভোর ৫টায় মাওঃ আঃ রশিদ গাজী,আঃ সালাম,জুলফিকার,আজম সহ ১০/১২ জন লোক মিলে সরকারি সম্পত্তিতে ঘর নির্মাণ করে।এখানে ঘর করলে জনসাধারণের ক্ষতি হবে বলে এলাকার লোকজন এ কাজে বাঁধা দেয়।উক্ত জায়গায় কয়রা সেতুর এপ্রোজ এর কাজ চলছে৷
এলাকাবাসী জানায় যেখানে সরকারি জায়গায় ঘর বাঁধা হচ্ছে সেখান থেকে কয়রা সেতুর উপরের পানি বের হওয়ার জন্য এখান থেকে ড্রেন করা হয়েছে এখানে ঘর উঠালে ড্রেনের পানি বের হতে সমস্যা হবে। এর জন্য কয়রা সেতুর ক্ষতি হতে পারে।এই ঘরের পিছনে ২০১৮ সালে জনস্বাস্থ্য প্রকৌশলীর বাস্তবায়নে জাতীয় স্যানিটেশন প্রকল্পের কমিউনিটি ল্যান্টিন রয়েছে।যা চাঁদ আলী মাছের কাটার লোকজন সহ জনগণ এটা ব্যবহার করে থাকে। মাওঃ আঃ রশিদ গংরা এই ঘরটি করার কারনে বাথরুমে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এখানে কেউ যেতে পারবে না।
এ বিষয়ে সরকারী জমি দখলকারী মাওলানা আঃ রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সরকারী জমিতে ঘর তৈরী করছি না আমি আমার জমিতে ঘর করছি। কয়রা উপজেলা সহকারী ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট এম সাইফুল্লাহ জানান এ ঘটনাটি মোবাইল ফোনে জানতে পেরেছি এবং পুলিশ পাঠিয়েছি সরকারী জমি কেউ অবৈধভাবে দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।