খুলনার খবর // অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং পৌর কাউন্সিলরসহ ১০ জন আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ী আরিফ হোসেন (৪৮) একই এলাকার মৃত ইব্রাহিম লস্কারের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষকে মনিরুল ইসলাম এবং অপর পক্ষকে রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান এবং ব্যবসায়ী আরিফ হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হন এবং ১০ বসতঘর ভাঙচুর করা হয়।
ওসি জানান,আহত আরিফ হোসেনকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আজ বুধবার (৩০ নভেম্বর) ভোরে তিনি মারা যান। পৌর কাউন্সিলর সজল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।