পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে দিশা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগামের মাসিক শিক্ষক সমন্বয় সভা বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
দিশা সমাজ কল্যাণ সংস্থার উপজেলা প্রোগ্রাম ম্যানেজার এহসানুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সরোজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা ও মনিটরিং ম্যানেজার আমিনুর রহমান।
সভায় শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি, পাঠটিকা অনুসরণ করে পাঠদান করানো, অভিভাবক ও সিএমসি সভা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংস্থার সুপারভাইজার এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হয়। আউট-অফ-স্কুল চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রামের আওতায় ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে এ উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে ৭০টি স্কুল তৈরি করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।