মোঃ ফয়সাল হোসেন কয়রা,প্রতিনিধি // কয়রায় দৈনিক খুলনা টাইমস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধায় কয়রা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।অনুষ্ঠানে রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে সাধারন সম্পাদক ও দৈনিক খুলনা টাইমস এর কয়রা প্রতিনিধি শেখ জহুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা-০৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময়
তিনি বলেন,সংবাদপত্র সমাজের দর্পণ।খুলনা টাইমস সে দর্পণ হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে।উন্নত,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্থির করেছে,সেক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখছে সংবাদপত্র।তিনি আরো বলেন,পত্রিকার উদ্দেশ্য হচ্ছে, সকল মানুষের কাছে সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের সুশাসন, ন্যায়বিচার, ন্যায়প্রতিষ্ঠার লক্ষ্যে পত্রিকার অগ্রযাত্রা। তিনি এসময় দৈনিক খুলনা টাইমস পত্রিকার সম্পাদক,সহ সম্পাদক, প্রকাশক ও পত্রিকার সঙ্গে জড়িত সকল প্রতিনিধিদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ চয়ন কুমার রায়, আদ্রিশ আদিত্য মন্ডল,কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাড. মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, মাস্টার খয়রুল আলম, ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, শ্রমিকলীগ সভাপতি মাস্টার আব্দুল হালিম, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জেড এম হুমায়ুন কবির নিউটন, ইউপি সদস্য মিজানুর রহমান কহিনুর, সাংবাদিক ফারুক আজম, রবিক হাসান,আলামিন ইসলাম ,ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলামসহ কয়রা রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।