1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
“খুলনার খবরের” সম্পাদক প্যানেল দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কেশবপুরের বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত সাবেক সংসদ সদস্য (খুলনা-০২) মিজান গ্রেপ্তার মান্দায় অবৈধ জমি দখলদার উচ্ছেদ করণে উপজেলা প্রশাসনের স্পট গণশুনানী অনুষ্ঠিত লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটির গঠন নড়াইলের নলেন গুড়ের সন্দেশ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও খালিশপুরস্থ আর্যতলা ধর্ম সভা মন্দিরে রকিবুল ইসলাম বকুলের কম্বল বিতরণ কচুয়ায় ০৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন খুলনায় অস্ত্র ও ট্রাকসহ ডাকাত দলের দুই সদস্য আটক – আহত দুই পুলিশ সদস্য দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মারামারি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ এর সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান বটিয়াঘাটায় সংখ্যালঘুদের জমিতে টিনের বেড়া স্থাপনের অভিযোগ তেরখাদায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপরে বাঁশ-কাঠের নতুন ব্রীজ তৈরির কাজ প্রায় শেষের পথে মোরেলগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ায় জাকারিয়া মাদ্রাসায় খতমে বুখারী ইসলামী মহা সম্মেলন বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ০২’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২’টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম’সহ আটক -২ নিরালা আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির নির্বাচন-২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষনা,সভাপতি-রিয়াদ, সহ সভাপতি-নূরুল বশর আজিজী এবং সেক্রেটারি-মানসুর

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৮১ বার শেয়ার হয়েছে

মুহাম্মাদ ফরহাদ মোল্লা // ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালো টাকার মালিক ও গডফাদারদের কাছে নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এমতাবস্থায় দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।

সম্মেলনে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২২ সেশনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে ২০২৩ সেশনের জন্য শরিফুল ইসলাম রিয়াদ-কে কেন্দ্রীয় সভাপতি, নূরুল বশর আজিজী-কে সহ-সভাপতি ও ইউসুফ আহমাদ মানসুর-কে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করেন।

আজ ৩ ডিসেম্বর ২০২২ শনিবার, সকালে রাজধানীর বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল আমিন-এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অন্যান্য নেতৃবৃন্দ।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দুর্নীতি চরম আকার ধারণ করেছে। দুর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশে মানুষের বাকস্বাধীনতা নেই। সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক ঊর্ধগতিতে জনগণ আজ দিশেহারা। দেশের মানুষের এ কষ্ট লাঘবে কেউ সাড়া দেয় না।

প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বর্তমান সরকার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। রাষ্ট্রায়ত্ব্ব ব্যাংক লুটেপুটে খেয়ে কোষাগার শূন্য করে রেখেছে। তিনি বলেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক’। শিক্ষা সিলেবাসের ম্যাধমে জাতিকে ধর্মহীন করার চক্রান্ত চলছে।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, শুধু নেতা ও দল পরিবর্তনের ম্যাধমে শান্তি আসতে পারে না। নীতি ও আদর্শের পরিবর্তন প্রয়োজন। এ লক্ষে আদর্শের দাওয়াত আমরা দিয়েই যাবো। কে-কী বললো, তাতে আমাদের কিছু যায় আসে না।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন- ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার বিকল্প নেই। রাজনীতিতে আদর্শিক লড়াইয়ে বিজয় হতে হবে। জাতীয় সরকারের অধীনের নির্বাচন দিয়ে দেশকে শঙ্কামুক্ত করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।