পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// যশোরের কেশবপুরে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, ইন্টারনেটে আসক্তির, ফাস্ট ফুডের ক্ষতি, সৌর বিদ্যুতের সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪তম বিজ্ঞান জাতীয় ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ বিজ্ঞান মেলার উদ্বোধনী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশগ্রহণের প্রকল্প প্রদর্শনী স্টলগুলো ঘুরে-ঘুরে দেখেন।
পরবর্তীতে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, ইন্টারনেটে আসক্তির, ফাস্ট ফুডের ক্ষতি, সৌর বিদ্যুতের সম্ভাবনা”এই প্রতিপাদ্যের উপর কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সামিউল হাসান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা হেনা, পাঁজিয়া ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ রিয়াদ হাসান মুন্না এবং মাধ্যমিক পর্যায়ে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র দৃষ্টান্ত চক্রবর্তী, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটশনের ১০ম শ্রেণির ছাত্রী মন্দির দাশ, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মোঃ আবু দাউদ, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তাওসিফ তানিম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী আনতারা লাবিবা, সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র দীপায়ন চৌধুরী, সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র শ্রাবণ ঘোষ, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার মীম ও কোমরপোল ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র মোঃ মেহেদী হাসান।
৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, পাঁজিয়া ডিগ্রি কলেজ, কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ, হাজ্বী আব্দুল মোতালেব মহিলা কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটশন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়, ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণে আধুনিক বিদ্যালয় প্রদর্শন করে ১ম স্থান অধিকার করেছেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থায় ২য় হয়েছেন নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও ভুমিকম্পের আগাম সতর্কতায় ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধুনিক গ্রামীণ জীবন ব্যবস্থায় ১ম স্থান অধিকার অর্জন করেছেন হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ, গ্রামীণ জীবনে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ২য় হয়েছেন কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ ও স্মার্ট ভিলেজে ৩য় হয়েছেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
মেলায় প্রতিযোগিতার আলোচনা সভায় বক্তব্যে ১ম স্থান অর্জন করেছেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আনতারা লাবিবা, ২য় হয়েছেন সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটশনের ১০ শ্রেণির ছাত্রী মন্দির দাশ ও ৩য় হয়েছেন কোমরপোল ফাজিল মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্র মোঃ মেহেদী হাসান এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির আফসানা হেনা, ২য় হয়েছেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজর দ্বাদশ শ্রেণির ছাত্র সামিউল হাসান ও ৩য় হয়েছেন পাঁজিয়া ডিগ্রি কলেজর দ্বাদশ শ্রেণির ছাত্র রিয়াদ হাসান মুন্না। সকল বিজয়ীদের হাতে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আঃ সামাদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।