খুলনার খবর // খুলনার ডুমুরিয়ায় নরনিয়া গ্রামে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৫ টি গরু ও ১ টি ছাগল চুরি সংগঠিত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এনিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ৫ টি চুরির ঘটনা ঘটলো।
জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়নে নরনিয়া গ্রামের কৃষক আফছার আলীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি উন্নত জাতের গাভী ও ১টি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা।যার আনুমানিক মুল্য ৫ লক্ষ টাকা। খবর পেয়ে গতকাল রবিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত ২ ডিসেম্বর কাঁঠালতলা বাজারে একটি ওষুধের দোকানে দিন দুপুরে চুরি সংঘটিত হয়। নগদ ২৪ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। গত ৩০ নভেম্বর রাতে নরনিয়া এলাকায় চলমান বিদ্যুৎ লাইনের খুটি থেকে ৫ কেবি ১টি ও ১০ কেবি ১ টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোর চক্র। যার আনুমানিক মুল্য এক লক্ষ ২ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির চুকনগর এরিয়া অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র দাশ।একই রাতে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় হাবিবুর রহমান হবির গ্রীলের দোকান থেকে লোহার জিআই পাতের তৈরি একটি গেইট চুরি হয়। ২৮ নভেম্বর রাতে আটলিয়া সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের অফিস ও শ্রেনি কক্ষের তালা ভেঙ্গে ১২টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে আটলিয়া বিট ইনচার্জ এসআই ফরিদুজ্জামান বলেন, অজ্ঞাত নামা চোরেরা বিভিন্ন কৌশলে চুরি সংঘটিত করে যাচ্ছে। খবর পাওয়া মাত্র সকল ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতার চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।