খুলনার খবর // কিংবদন্তি থিয়েরি অঁরিকে পেছনে ফেলে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার মর্যাদা পেলেন ৩৬ বছরের জিরু।জিরু ভাঙলেন স্বদেশি অঁরির রেকর্ড।
এমবাপ্পে টপকে গেলেন পেলে ও ম্যারাডোনাকে। ফ্রান্সের হয়ে নয় গোল হয়ে গেল তার। ২০১৮ বিশ্বকাপে চারটি এবং এবার এ পর্যন্ত পাঁচটি গোল করলেন তিনি।সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে নয় গোল করার রেকর্ড এটি। ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে পেলে নিজের অষ্টম গোল করেছিলেন বিশ্বকাপে। আর চারটি বিশ্বকাপে ম্যারাডোনার রয়েছে আট গোল। আগেরদিন ম্যারাডোনাকে টপকে যান মেসি। আর কাল এমবাপ্পে একই কীর্তি গড়েন।
গতকাল রোববার দোহার আল থুমামায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে যায়।যেখানে আগামী শনিবার তাদের সাক্ষাৎ হবে ইংল্যান্ডের সঙ্গে।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪৪ মিনিটে গোলের খাতা খোলেন ফ্রান্সের জিরু। ৭৪ ও ৯১ মিনিটে পরপর দুবার পোলিশ গোলপ্রহরীকে হার মানান এমবাপ্পে। লেওয়ানডোস্কি একেবারে শেষ মুহূর্তে (৯৯ মিনিটে) পেনালটিতে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন পোল্যান্ডের হয়ে।ফ্রান্সের হয়ে ১১৭তম ম্যাচে জিরুর এটি ৫২তম গোল। ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর দ্বিতীয় দল হিসাবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের প্রত্যাশী ফ্রান্স। দেশটিকে স্বপ্নপূরণের পথে নিয়ে যাচ্ছেন জিরু ও এমবাপ্পে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।