খুলনার খবর // মেহেরপুরে র্যালি, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিভূমি মেহেরপুরের মুজিবনগর ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর মেহেরপুর পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়ে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণের পরে বলেন, বীর মুক্তিযোদ্ধা সহি উদ্দিন বিশ্বাস সহ যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আজকে আমাদের সাথে থাকা যে মুক্তিযোদ্ধারা বেঁচে রয়েছেন অনেকেই এসেছেন তাদের সহযোদ্ধাকে স্মরণ করার জন্য। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি।
পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মালেক পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল ইসলাম, আবুল কাশেমসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।