মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // দোকানে মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান কালে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানাগেছে, মঙ্গলবার (৬ডিসেম্বর) লোহাগড়ার উপজেলার লক্ষ্মীপাশা বাজার ও এড়েন্দা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মেসার্স রোজ ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মেসার্স সুস্বাদু হোটেল, মেসার্স রউফ মিষ্টান্ন ভান্ডার, মেসার্স অরূপ মিষ্টান্ন ভান্ডার, মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, মেসার্স ইমরান মেডিসিন কর্নার, মেসার্স শাওন এন্টারপ্রাইজ ও মেসার্স জাহিদ স্টোরকে জরিমানা করা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক জানান, দোকানে মূল্যতালিকা না থাকা, দাম বেশি নেয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অভিযোগে ৮টি দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।