মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // “শান্তি, শৃংখলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্রই আমরা ”এ শ্লোগানকে সামনে রেখে নড়াইল সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেককেটে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহামাদ হাবিবুর রহমান।
কালিয়া উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা তপন কুমার রপ্তানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নড়াইলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা,দেশের আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, জাতীয় ও গুরুত্ব সময়ে দায়িত্ব পালন, শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক দুযোর্গে অসহায় মানুষের পাশে দাড়ানো সহ আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করায় প্রশংসা করেন। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।