মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি// মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় বটিয়াঘাটা বাজার চত্বরে দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ততায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ – জাতীয় সংসদের মাননীয় হুইপ শ্রী পঞ্চানন বিশ্বাস এমপি তার বক্তব্যে একথা বলেন, আধুনিক সমাজ ও দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুরুষের পাশাপাশি নারীদেরকেও সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
যারা এখনো অন্ধকারাচ্ছন্ন জ্ঞানের আলোকে থেকে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন চালায় তাদেরকে আঁধার দুর করে জ্ঞানের আলোয় ফিরিয়ে আনতে হবে।
সমাজ ও পারিবারিক জীবন থেকে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন দুর করে যৌথ সমন্বয়ে দেশকে এখনই এগিয়ে নেওয়ার মোক্ষম সময়।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা বাজার চত্বরে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে সবার মাঝে ঐক্য গড়ি-নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ আঁধার ভাঙ্গার শপথ ও মোববাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক ডাঃ তারিণী কান্ত মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী সত্যেন্দ্র নাথ সরকার,সাবেক জেলা ছাত্রলীগনেতা সঞ্জয় মোড়ল,জেলা তাঁতীলীগনেতা মিলন মল্লিক,ইউপি সদস্যা লিপিকা জোদ্দার, ইউপি সদস্য প্রসেনজিৎ গোলদার,সাবেক ইউপি সদস্যা কানন বালা মল্লিক,অপরাজিতা মমতা বিশ্বাস,ভারতী ঢালী,শিউলি গোলদার, সমাজ সেবক সুব্রত বাছাড়, বাসুদেব রায়,রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়, উপজেলা সমন্বয়কারী কল্যানী রায়,,ডুমুরিয়া উপজেলা সমন্বয়কারী দিপঙ্কর মন্ডল ও রূপসা উপজেলা সমন্বয়কারী আজিজুল হক নিতীশ মন্ডল, ফিল্ড অফিসার শান্তনু মন্ডল প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।