খুলনার খবর // কোন রকমে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। স্বপ্ন এবার সিরিজ জয়ের। সে লক্ষ্যেই মাঠে নামবে অধিনায়ক লিটন দাসের দল। আর সমতায় ফিরে সিরিজ বাঁচাতে মুখিয়ে থাকবে রোহিত শর্মার ভারত।
আজ বুধবার বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচে ১ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করতে পারবেন সাকিব-লিটনরা।আজ জয় পেলে ভারতের বিপক্ষে প্রায় সাত বছর পরে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করতে পারবেন সাকিব-মুশফিকরা। ২০১৫ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এদিকে প্রথম ম্যাচের পারফরম্যান্স থেকে উন্নতির বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচে ভারত খুব ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তাতে প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে। না হলে জয় পাওয়া কঠিন। ওয়ানডেতে বাংলাদেশের আত্মবিশ্বাস আছে। ফলে আগের ম্যাচের চেয়ে উন্নতি করলে বিশ্বের অন্যতম বড় দল ভারতের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়।
প্রথম ওয়ানডেতে দশম উইকেটে মিরাজ-মুস্তাফিজের ৫১ রানের জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে শেষে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে। এরপর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।