খুলনার খবর // হারাধনের ৩২ ছেলের রইল বাকি ৪। কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচের পথ-পরিক্রমা পেরিয়ে এখন সেমিফাইনালের লড়াইয়ের পালা। ইউরোপের দুটি, লাতিন অঞ্চলের একটি ও আফ্রিকা থেকে একটি দল সেরা চারের টিকিট কেটেছে।
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া ইউরোপের প্রতিনিধি। লাতিনের প্রতিনিধিত্বকারী আর্জেন্টিনা। ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান কোনো দেশ হিসেবে সেমিতে খেলার অপেক্ষায় রূপকথার জন্ম দেয়া মরক্কো।
শেষ ধাপেই চলে এসেছে মাসব্যাপী মহাযজ্ঞের সূচি। ডিসেম্বরের ১৩ তারিখে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়বে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। পরেরদিন ১৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করবে মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
এবার ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। গ্রুপপর্বে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়ার পর অপরাজিত আলবিসেলেস্তেরা। মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া এবং আটে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছেন মেসি-ডে পলরা। শিরোপার মঞ্চে যাওয়ার পথে তাদের চ্যালেঞ্জ ক্রোয়েশিয়া।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া কাতারেও ছড়িয়েছে প্রতাপ। গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে লুকা মদ্রিচের দল হারিয়ে দিয়েছে জাপানকে। সবশেষ হেক্সা শিরোপা জয়ের মিশনে থাকা ব্রাজিলকে কাঁদিয়ে ক্রোয়েটরা কেটেছে সেমিফাইনালের টিকিট। মেসিদের হারাতে পারলে গত আসরের শিরোপা আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ পাবে ক্রোয়েশিয়া।
অ্যাটলাস পর্বতের সিংহ মরক্কো এবার আসরজুড়েই দেখিয়ে চলেছে দাপট। বিদায় করে দিয়েছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো ফেভারিটদের। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে মরক্কো। দুর্দান্ত ফুটবল খেলা দেশটি গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর হারিয়েছে কানাডা ও বেলজিয়ামকে। শেষ ষোলোতে স্পেনকে টাইব্রেকারে থামিয়ে দিয়েছে ইয়াসিন বোনোর দল। শেষ আটে কাঁদিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। আল বাইত স্টেডিয়ামে জিয়েশ-হাকিমিদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
দিদিয়ের দেশমের ফ্রেঞ্চ শিষ্যদের ফেভারিট ‘না’ ভাবার কোনো সুযোগই দেননি এমবাপে-জিরুদরা। চোট জর্জরিত দলটি গ্রুপপর্বে দাপুটে খেলে নিশ্চিত করে শেষ ষোলো। লেভান্ডোভস্কির পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে পড়ে আরেক ফেভারিট ইংল্যান্ডের সামনে। তাতে হাড্ডাহাড্ডি লড়ে শেষ চারে জায়গা পাকা করেছে ফ্রান্স। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার পথে সেমিতে বাধা মরক্কো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।