শেখ নাসির উদ্দিন,খুলনা// খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১০ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে অবস্থিত একাডেমির প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
দারুল হিকমাহ একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড.মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।
সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ ইউসুফ আল- হারুন ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির প্রধান হাফেজ আব্দুল্লাহ ওসামা ও সহকারী শিক্ষক আহমেদ ফেরদাউস।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৮টি বিভাগে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬ টি ভিন্ন ভিন্ন গ্রুপে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।