পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোর জেলার কেশবপুর উপজেলা বাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোনের একটি নতুন সেবাকেন্দ্র সোমবার (১২ডিসেম্বর) দুপুরে কেশবপুর শহরের তৃষাপ্লাজার নীচতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গ্রামীণফোনের খুলনা সার্কেল রিটেইল হেড মোহাম্মদ শোয়েব আনসার-এর সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কেশবপুর আড়তদার ব্যাবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, গ্রামীণফোনের যশোরের ক্লাস্টার ম্যানেজার (সাউথ) সাইফুল ইসলাম, খুলনার রিটেইল চ্যানেল ম্যানেজার এ.টি. এম. মোরসালিন চৌধুরী ও রিটেইল চ্যানেল ম্যানেজার সরোয়ার মুর্শেদ।
অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে বলে গ্রামীণফোনের যশোরের ক্লাস্টার ম্যানেজার (সাউথ) সাইফুল ইসলাম জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।