সাতক্ষীরা প্রতিনিধি // সাতক্ষীরায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ইয়াছিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর থানার আগরদাড়ী বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক আগরদাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দুপুর ১২টার দিকে সাতক্ষীরা থানার আগরদাড়ী বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে আগরদাড়ী-নারায়ণজলগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাঠেরবাটযুক্ত ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ডায়াং ৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।এ ব্যাপারে গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।