সরদার বাদশা,স্টাফ রিপোর্টার // বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলার শাখার পক্ষে থেকে আজ ১৬ই ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় ডুমুরিয়া উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্প মাল্য দিয়ে মহান বিজয় দিবসে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক খান আরিফুজ্জামান নয়ন, যুগ্ন আহবায়ক খান মহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার বাদশা,শহিদুল ইসলাম, রাশেদুজ্জামান লিটন, গাজী সোহেল আহমেদ, মোঃ জিয়ায়ুর রহমান, শরিফুল ইসলাম, শাওকীর শাওন, সোহেল হোসেন তপু ,লাইলা খাতুন সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে, যাঁর বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত হয় আমাদের দীর্ঘ মুক্তিসংগ্রাম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও দুইলাখ সম্ভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের।
লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সাংবাদিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। সবার ঐকান্তিক প্রচেষ্টায় যাতে জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে পরিণত হয়, মহান বিজয় দিবসে এ প্রত্যাশা ব্যক্ত করেছে বক্তারা, সাথে বিজয়ের এ দিনে সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।