খুলনার খবর // মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে একটি লিচু বাগান থেকে সাহানারা খাতুন (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। সাহানারা খাতুন ওই গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকালে কুলবাড়িয়া গ্রামের তালপাড়া পলি মাঠে কাজ করতে গিয়ে এই নারীর মরদেহ দেখতে পেয়ে কৃষকরা পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। লাশ পড়ে থাকার স্থান থেকে বেশ কিছু দূর থেকে উদ্ধার করা হয় এক জোড়া স্যান্ডেল ও একটি মোবাইল ফোন।
তিনি বলেন, আগের দিন শুক্রবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ হন সাহানার খাতুন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানায় তার পরিবারের সদস্যরা। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে সবুজ ঢাকাতে চাকরি করেন। আর ছোট ছেলে রাজিবের সাথে নিজ বাড়িতে থাকতেন সাহানারা খাতুন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। পরিবারের মধ্যে কোন পারিবারিক কলহ ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।