যশোর প্রতিনিধি // যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদ হত্যা মামলার আসামী সুমনকে আটক করেছে র্যাব-৬।যশোর র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ থানা এলাকা পলাতক সুমনকে(৩৫) গ্রেফতার করে।সুমনের পিতার নাম আইয়ুব আলী।সে যশোরের শংকরপুর এলাকার বাসিন্দা।
সুমন যশোরে একাধিক হত্যা মামলা,ছিনতাই,চাঁদাবাজি,মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।পরবর্তিতে গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী সুমনকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্কান্তর করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের বেজপাড়ার আসাদুজ্জামান আসাদ বাড়িতে গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদ । গত ৮ নভেম্বর সন্ধ্যায় আসাদ সাদেক দারোগার মোড়ে ওষুধ কিনতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিদের মধ্যে খাবড়ি হাসান চাকু দিয়ে বুকে আঘাত করে। আসাদ মাটিতে পড়ে গেলে অন্য আসামিরা তাকে মারপিট ও ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত আসাদকে প্রথমে যশোর পরে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর আসাদকে হত্যা চেষ্টার অভিযোগে চারজনকে কোতয়ালি থানায় একটি মামলা করেন তার ভাই শাহিদুর রহমান। ২১ নভেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান। পরে পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন বস্তা লিপন ও সুমন ঘটনাস্থলে থেকে আসাদকে মারপিট করেছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।