পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরে মহান বিজয় দিবসের ৫১ বছর পূর্তিতে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে আল আমিন মডেল একাডেমির হলরুমে ওই চিত্রাংকন প্রতিযোগিতা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আইনজীবী সমিতির সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিদ আকাশ।
শিক্ষার্থীদের চিত্রাংকন উৎসবের উদ্বোধন করেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মছিহুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সমাজসেবী জিনাত আরা, সুন্দরবন কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ রবিউল ইসলাম।
চিত্রাংকন প্রতিযোগিতা উৎসবে ৪টি গ্রুপে ১৮০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে ছবি আঁকে। এ ৪টি গ্রুপ থেকে বিজয়ী হওয়া ১৬ জন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।এরপর কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল পরিবার যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিদ আকাশ-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি একটি আনন্দমুখর পরিবেশে সমাপ্ত ঘটে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।