পরেশ দেবনাথ,কেশবপুর,যশাের // যশোর পিবিএস-মণিরামপুর-২ এর ৩ নং কেশবপুর এলাকা পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন সাংবাদিকসহ ৭ জন। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর-২২) ছিল ৩ নং কেশবপুর এলাকা পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন। এ দিন পর্যন্ত মনােনয়নপত্র ক্রয় করেছেন ৭ জন প্রার্থী। তার মধ্যে ৫ জনই সাংবাদিক ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য। তারা হলেন, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মােতাহার হােসাইন, সাধারণ সম্পাদক ও দৈনিক লােক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান জাহিদ ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশাের পত্রিকার বিশেষ প্রতিনিধি আ. শ. ম.এহসানুল হাসান তাইফুর।
এছাড়াও অপর দুই জন প্রার্থী কেশবপুর পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য গত ১৪ ও ১৫ ডিসেম্বর মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় থেকে নিজ নিজ মনােনয়নপত্র ক্রয় করেছেন। তারা হলেন, জি এম মিজানুর রহমান মিল্টন ও মজ্ঞুরুল আলম।
সাংবাদিকদের মধ্যে মােতাহার হােসাইন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মনিরামপুর, যশোরের দুইবার ৩ নং কেশবপুর এলাকা পরিচালক পদে, ২০১৬ ও ২০১৭ ইং সালে দুই বছর সচিব পদে এবং ২০১৯ ইং সালে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।
আগামী ২৪ জানুয়ারি কেশবপুর উপজলার পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে ৩ নং কেশবপুর ওয়ার্ডের নির্বাচন। কেশবপুর ৩ নং এলাকার আওতাভূক্ত ইউনিয়নগুলো হলো কেশবপুর, মজিদপুর, মঙ্গলকোট, পাঁজিয়া, গৌরীঘোনা, সুফলাকাটি, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, বিদ্যানন্দকাটি, সাতবাড়ীয়া, হাসানপুর ও কেশবপুর পৌরসভা।
পি বিএস-মণিরামপুর-২ অফিস সূত্র জানা গেছে, কেশবপুর উপজলায় পল্লী বিদ্যুতের নির্বাচনে মোট ভাটারর সংখ্যা ৫১ হাজার ৩শ ৪১ জন।
মনোনয়নপত্র দাখিলের তারিখ ২১/১২/২০২২ ইং তারিখ বুধবার। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১/১২/২০২২ ইং তারিখ শণিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ০২/০১/২০২৩ ইং সোমবার। মনোনয়ন এর আবেদনপত্র চূড়ান্তকরণ, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতিক বণ্টন ০২/০১/২০২৩ ইং সোমবার। ভোট গ্রহনের তারিখ ২৪/০১/২০২৩ ইং সোমবার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।