কুষ্টিয়া প্রতিনিধি // কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুই মোটরসাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাদিরপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়ার পর রোববার (১৭ ডিসেম্বর) ভোরে মারা যান তারা।
নিহতরা হলেন- খোকসা উপজেলার শোমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২১) ও একই এলাকার মৃত আজম হোসেনের ছেলে আসলাম হোসেন (২১)। তারা কুষ্টিয়া সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খোকসা বাজার থেকে দুটি মোটরসাইকেলে তিনজন একসঙ্গে শোমসপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিরপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে দুই মোটরসাইকেলের সঙ্গে নসিমনের ধাক্কা লাগে। এতে স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ ডিসেম্বর) ভোরে দুজনের মৃত্যু হয়। আহত রাসেল হোসেনকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নসিমনটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।