নিউজডেস্ক // কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জয় করে নিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। ৭ গোল করেও মেসি জিততে পারলে না পুরস্কারটি।
মেসি এবং এমবাপ্পে দুই জনই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন ৫টি করে গোল নিয়ে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সে সঙ্গে নিজের গোলও বাড়িয়ে নেন ৬টিতে।
৭৯ মিনিট পর্যন্ত ২ গোল করে জয়ের পথেই ছিল আর্জেন্টিনা। এরপর মাত্র এক মিনিটেরও ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। প্রথমটি করে পেনাল্টি থেকে। অন্যটি করেন দুর্দান্ত এক প্লেসিং শটে।
৯০ মিনিটের খেলা ২-২ ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে (১০৮ মিনিটে) গোল করে ব্যবধান বাড়িয়ে নেন মেসি।
এরপর মাত্র ১০ মিনিট ব্যবধানে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ফ্রান্সকে ফের সমতায় (৩-৩) ফেরান এমবাপ্পে।
এদিন হ্যাটট্রিক করার মধ্য দিয়ে মেসির ৭ গোলকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পে (৮)। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।