চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গা শহরের বাদুরতলা এলাকায় ট্রাকচাপায় আব্দুল জব্বার (৪৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার শহরের মসজিদপাড়ার বোরহান উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল জব্বার নিজের মোটরসাইকেল নিয়ে বুধবার রাতে বড় বাজার এলাকা থেকে একাডেমি মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বাদুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়কদ্বীপের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি ছিটকে পড়ে যান ট্রাকের নিচে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত আব্দুল জব্বারের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।