চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় রিয়াদ হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা নতুন পাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আরামডাঙ্গা গ্রামের পিকআপচালক ইউনুছ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কিশোর রিয়াদ কার্পাসডাঙ্গা থেকে মাইক্রোবাস চালিয়ে দর্শনার দিকে যাচ্ছিল। মাইক্রোবাস দ্রুতগতিতে চালাচ্ছিল সে। হঠাৎ রাস্তার পাশের একটি বটগাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগে। মাইক্রোর ইঞ্জিন ও বডি দ্বিখণ্ডিত হয়ে যায়। রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মাইক্রোবাসটি দ্রুত গতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সে মারা যায়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।