খুলনার খবর // খুলনায় রূপসা-বাগেরহাট সড়কে নিয়ম বহির্ভূতভাবে বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস অবাধে চলার প্রতিবাদে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রূপসা ব্রিজ সংলগ্ন রিভারভিউ কোস্টাল ক্যাফেেত।আজ রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রূপসা বাস-মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রূপসা বাগেরহাট বাস-মিনিবাস মালিকেরা, অচিরে সড়কে নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে যেসব বাস-মিনিবাস চলাচল করছে সব যানবাহন বন্ধের দাবি জানান। পাশাপাশি খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য,আব্দুস সালাম মুর্শিদির দৃষ্টি আকর্ষণ করে বলেন,ইতোপূর্বে মাননীয় সংসদ সদস্য আমাদের অনেক সমস্যার সমাধান করেছেন, আমরা আশা করছি,এবারও এই নিয়ম বহির্ভূত ও অবৈধ যানবাহন বন্ধের ব্যবস্থা করে আমাদের পাশে থাকবেন।
তারা আরো বলেন,যদি এই অবৈধ-নিয়ম বহির্ভূত যানবাহন বন্ধ না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
ব্যবসায়িক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক, চঞ্চল মিত্র, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ খুলনা মহানগরের, সহ-আইন সম্পাদক, তৌহিদ উদ্দিন শেখ , এডভোকেট হুমায়ুন কবির উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন, কাইয়ুম কোরাইশি, যুবলীগ নেতা রনি, সালাম শেখ, সোহেল, মোঃ বাবু শেখ, শুকুর শেখ,রেজাউল মোল্লা, রেজাউল করিম ছোটসহ রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উল্লেখিত দাবি সমূহের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।