চুয়াডাঙ্গা প্রতিনিধি // হঠাৎ করেই চুয়াডাঙ্গার তাপমাত্রা কমে গেছে। তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীত আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের শুরু থেকেই চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেশি। একদিনে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রির উপর। ফলে শীতে কষ্টে রয়েছে নিম্ন আয়ের মানুষেরা।
আবহাওয়া অফিসের জানিয়েছে, ভৌগলিক কারণে চুয়াডাঙ্গাতে বরাবরই শীতের সময় বেশি শীত এবং গরমের সময় বেশি গরম অনুভূত হয়। মৃদু শৈতপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী দুই-একদিন শীতের এ ধারা অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।