তারিকুজ্জামান, প্রতাপনগর প্রতিনিধি// শিক্ষার সমান বন্ধু নাই, রোগের সমান শত্রু নাই।সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড।মেরুদণ্ড ছাড়া যেমন কোন প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষেই বিশ্ব দরবারে কোন জাতীর পক্ষে মাথা উঁচু করে স্বীয় অস্তিত্ব নিয়ে মর্যাদাপূর্ণ আসন অর্জন করা সম্ভব নয়।
যে জাতি যত বেশি শিক্ষিত, বিশ্বদরবারে সে জাতি তত বেশি মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। কাজেই শিক্ষার কোন বিকল্প নেই।একটি সুশিক্ষিত জাতিই উপহার দিতে পারে একটি সুন্দর সমাজ,দেশ,সুন্দর ভবিষ্যৎ।
প্রতাপনগরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। ২৮ ডিসেম্বর বুধবার বেলা ১০ টায় দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ জি এম মেহেরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, প্রমুখ।
প্রতাপনগরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তথা ১ যুগের বেশি বছর ধরে কেন্দ্র পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন ধরে রাখা প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীনিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৮ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় মাদ্রাসা হলরুমে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা প্রধান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। সংরক্ষিত ইউপি সদস্যা আছিয়া খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রমুখ।
ইউনাইটেড একাডেমি প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় বেলা ১১ টায় অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাসের সার্বিক পরিচালনায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয়ে ২৮ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক জিয়াউল হায়দার পলাশের সার্বিক নির্দেশনায় মাষ্টার রিয়াছাত আলী মামুনের পরিচালনায় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।