মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি// নড়াইল সদর হাসপাতাল অভ্যন্তরে সাইকেল গ্যারেজ করা হয়েছে। গারেজ দেখাশোনা করেন মো.মিজানুর রহমান নামের একটি ছেলে। তিনি নিজের ইচ্ছামত টোল আদায় করেন। তার ধায্যকৃত টোল না দিলে জনসাধারণের সঙ্গে অসভ্য আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, হাসপাতাল পরিচালনা পর্ষদের সঙ্গে কোন ধরণের আলাপ আলোচনা না করেই হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজের সিদ্ধান্ত মতে পরীক্ষামুলক গ্যারেজ করার অনুমতি দেন মিজানুর রহমানের ওপর।মিজানুর রহমান মোটরবাইক ২০ টাকা, বাইসাইকেল ১০ টাকা করে নিচ্ছেন। এতে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মিজানুর রহমান লোকজনকে অপমানসূচক আচরণ করে থাকেন।
গণমাধ্যমকর্মী হাফিজুল করিম জানান,বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে পেশাগত দায়িত্ব পালনে হাসপাতালে গেলে মোটরসাইকেলটি হাসপাতাল ক্যাম্পাসের এক কোণে রেখে যান। গ্যারেজকর্মী মিজানর রহমান টাকা আদায়ে ব্যর্থ হলে তার সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করে।
হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু বলেন, হাসপাতাল ক্যাম্পাসে গ্যারেজ হবে এ ব্যাপারে কমিটির সঙ্গে কোন আলোচনাই হয়নি। তিনি বলেন,কয়েক বছর আগে ক্যাম্পাস অভ্যন্তরে জনস্বার্থে একটি গ্যারেজ করার উদোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে গ্যারেজ করা হলো এটা কেমন কথা। তিনি বলেন,৫/১০ মিনিটের জন্য যদি কেউ হাসপাতালে আসেন তার জন্য এই ভাড়া প্রদান করা কষ্টদায়ক। আর ভাড়া না দিলে তার সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করা দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের নজর দেওয়া উচিৎ।
জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো.আব্দুল গফ্ফার বলেন,হাসপাতালে শৃঙ্খলা আনার জন্য স্থানীয় যুবকদের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষামুলক গ্যারেজ চালু করা হয়েছে। ভাড়া নিয়ে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে ডেকে শাসন করা হয়েছে। তিনি বলেন,যানবাহনের ভাড়া কম নেবার বিষয়টি পর্যালোচনা করে নির্ধারণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।