সর্দার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া থেকে একই রাতে পাঁচ বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ৮ ভরি রোপ্য ও একটি মটরসাইকেল চুরি করেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার খর্ণিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সুমন পাল, আবুল বাশারসহ অন্যাদের সাথে কথা বলে জানা যায় ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের দরজার ছিটকিনি ও তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র। এরপর উত্তম পালের ঘরের আলমারি ড্রয়ারে থাকা নগদ ৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ, সুমনের ঘর থেকে ৪ ভরি স্বর্ণ ও ৫৫ হাজার টাকা, আবুল বাশারের ঘর থেকে একটা ডিসকভার ১১০সিসি মটরসাইকেল, সাড়ে ৩ ভরি স্বর্ণ, ৩ ভরি রোপ্য, ২০ হাজার টাকা ও একটি মোবাইল, হাফিজুর রহমানের ঘর থেকে দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ৫ ভরি রোপ্য ও একটি মোবাইল সেট চুরি করে এবং দেবপ্রসাদ পালের ঘরের দরজা ভাঙচুর করে। এতে ২০ লক্ষ নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে অচেতন করে এ চুরি সংঘটিত হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।