পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় সোমবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলার শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও নাসিমা সাদেক। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, মধ্যকুল উন্নয়ন সংস্থার নাসিমা খাতুন প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।