তারিকুজ্জামান রুবেল,প্রতাপনগর // পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন- আল কুরআন। পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন হয়। মানুষের জীবনে ধর্মীয় বিধি-বিধান পালনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা আবশ্যক। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে না।
প্রতাপনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব উদ্দীপনায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পহেলা জানুয়ারি ২০২৩ প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসায় বেলা দশটায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুহাদ্দিস আল্লামা জি,এম মেহেরুল্লাহর সভাপতিত্বে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সার্বিক পরিচালনায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,
প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, অভিভাবক বৃন্দ। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সরদারের সার্বিক দিক নির্দেশনায় অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান, অন্য অন্য ইউপি সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ।
ইউনাইটেড একাডেমি প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সরদারের দিক নির্দেশনা প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাসের সার্বিক পরিচালনায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জিয়াউল হায়দার পলাশের সার্বিক নির্দেশনায় মাষ্টার রিয়াছাত আলী মামুনের পরিচালনায় ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমে বই উৎসব দিবসের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় উৎসব উদ্দীপনার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।