সাতক্ষীরা প্রতিনিধি // সাতক্ষীরায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সাতক্ষীরার ১৬০৭ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ১৮ হাজার শিক্ষার্থী। রবিবার সকাল থেকে ছাত্র-ছাত্রীদের পদচারণায় স্কুল ক্যাম্পাসগুলো মুখরিত হয়ে ওঠে। নতুুন ক্লাসে পড়ার জন্য বই হাতে পেয়ে আনন্দ উল্লাস করে শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় সিলভার জুবিলী মডেল বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি শিক্ষার্থীদের হাতে ফুল ও নতুন বই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি প্রমুখ।
জেলায় এবার ৩০৮টি মাধ্যমিক, কলেজিয়েট স্কুল, ২১৫টি দাখিল মাদ্রাসায় দুই লাখ ৮০ হাজার শিক্ষার্থীর হাতে ৩০ লাখ ৮০ হাজার নতুন বই দেওয়া হয়েছে। এছাড়া ১০৯৫টি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ ৩৮ হাজার ৪৬৫ জন প্রাথমিক, প্রাক প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষার্থীকে সাত লাখ ১৫ হাজার ৩৯৫টি নতুন বই দেওয়া হয়েছে।
প্রাক প্রাথমিকের ৩৮ হাজার ১৪১ জন শিক্ষার্থীর জন্য ১টি করে বই বরাদ্দ থাকলেও তা হাতে না পাওয়ায় আজ সবাইকে ১টি করে খাতা দেওয়া হয়েছে। অন্যদিকে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ৬টি করে বই দেওয়ার কথা থাকলেও তা প্রাপ্তি না থাকায় আজ ৩টি করে বই দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীদের হাতে এসব বই তুলে দেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।